জুনের শেষে পদ্মা সেতু চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার: সেতুমন্ত্রী

ঢাকাঃ আগামী জুনের শেষ নাগাদ পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে সরকার। আজ বুধবার সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বোর্ডসভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, পদ্মার মূল সেতুর নির্মাণ কাজের বাস্তব অগ্রগতি হয়েছে ৯৮ শতাংশ। নদী শাসন কাজের অগ্রগতি হয়েছে ৯২ শতাংশ। সেতুর ওপরে কার্পেটিং কাজের ৯১ শতাংশ অগ্রগতি হয়েছে। সার্বিকভাবে পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৯৩ দশমিক ৫ শতাংশ। জুন মাসের শেষ নাগাদ, প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই পদ্মাসেতু উদ্বোধন করা হবে।

পদ্মা সেতুতে ট্রেন চলাচল কবে নাগাদ শুরু হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, কিছু কারিগরি জটিলতার কারণে পদ্মাসেতু উদ্বোধনের দিন থেকেই ট্রেন চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.