পরলোকে সাংবাদিক মাহমুদ হাফিজের মা

কুষ্টিয়াঃ জ্যেষ্ঠ সাংবাদিক, বিশিষ্ট ভ্রমণলেখক, বার্তা ২৪ ডটকমের কন্ট্রিবিউটিং এডিটর, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হাফিজের মা মিসেস রাহেলা বেগম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিলো পঁচানব্বই বছরের বেশি।

মঙ্গলবার এবিষয়ে শোক বার্তা প্রকাশ করে কুষ্টিয়ার ঢাকাস্থ সাংবাদিকদের ফোরাম কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা।

সম্প্রতি স্ট্রোক সংক্রান্ত অসুস্থতায় অচেতন ও বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন তিনি। নিউমোনিয়া ও স্ট্রোকজনিত সমস্যার দরুন তাঁর অবস্থা গুরুতর হয়ে পড়ে।

মিসেস রাহেলা বেগম কুমারখালী উপজেলার যদুবয়রার প্রয়াত আলফাজ উদ্দিন বিশ্বাসের স্ত্রী।

সমাজসেবায় যুক্ত থাকায় এবং সন্তানদের সফলতায় রাহেলা বেগমের সুনাম রয়েছে ।

১০ মে দুপুরে কুষ্টিয়া শহরের একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন রাহেলা বেগম।

এতে শোক প্রকাশ করেছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যম ও সাংবাদিক সমাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.