তিস্তায় আবারও ধরা পড়লো ইলিশ

লালমনিরহাটের তিস্তায় আবারও ধরা পড়ছে রুপালি ইলিশ। হাতে গোনা কয়েকটি নদী ছাড়া অন্য নদীতে খুব কমই মেলে ইলিশ।

গত পাঁচ বছরের রেকর্ড অনুযায়ী চলতি বছর শুষ্ক মৌসুমেও পর্যাপ্ত পানি ছিল তিস্তায়। তিস্তা ব্যারাজ এলাকায় নদীর গভীরতা বেশি থাকায় গত পাঁচ বছরে তিস্তার পাশাপাশি কুড়িগ্রাম ও গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও তার সঙ্গে সংযুক্ত তিস্তা, ধরলা ও দুধকুমারে ইলিশ পাওয়া গিয়েছিলো।

সোমবার (৯ মে) সরেজমিনে দেখা যায়, তিস্তা নদীতে গত কয়েক দিন ধরে স্থানীয় জেলে ও লোকজনের পাতা জালে উঠে আসছে ছোট ইলিশ।

হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সিদ্দিক আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিস্তায় ইলিশ ধরার বিষয়টি জেলেরা ভয়ে প্রথমে গোপন রাখেন। পরে ইলিশ মাছ কিনতে ভিড় করলে খবর ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে জেলেদের জালে ধরা পড়া মাছ দুটির ওজন ৩০০-৫০০ গ্রাম।

তিস্তা পাড়ের জেলেদের তথ্য মতে, শুষ্ক মৌসুমে তিস্তায় পানি থাকায় যমুনা থেকে ইলিশ মাছ ভেসে আসতে পারে। আর প্রতি বছরই তিস্তায় ছোট খাটো ইলিশ মাছ পাওয়া যায়।

ঘুরতে আসা ভ্রমণপিয়াসীরাও ইলিশ মাছ দেখতে ভিড় জমাচ্ছেন তিস্তা পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.