বোরকা পড়ে ছাত্রী মেসে ঢুকতে গিয়ে যুবক আটক

রংপুরে: জেলায় বোরকা পড়ে একটি ছাত্রী মেসে ঢোকার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে এক যুবক। নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকার চকবাজার কামারের মোড়ের একটি ছাত্রী মেসে সোমবার (৯ মে) রাত আনুমানিক ৯ টার সময় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাত ১০টার দিকে বোরকা পড়া একজনকে মেসটিতে ঢুকতে দেখে তাদের সন্দেহ হয়। তাকে আটকে কথা বলার সময় পুরুষ কণ্ঠ শুনে পুরো বিষয়টি ধরা পড়ে যায়। এ সময় উত্তেজিত লোকজন তাকে ধরে মারপিট করে বোরকা ছিড়ে ফেলে। খবর পেয়ে তাজহাট থানা থেকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

উপপরিদর্শক আতিকুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মইনুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি জেলার পীরগঞ্জে বলে জানা গেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করার কথা জানান তিনি। তবে আটক ছেলেমেয়ে দুজনের মধ্য বোঝাপড়া থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত যুবক এবং ছাত্রীকে তাজহাট মেট্রোপলিটন থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.