
বগুড়ায় ১৮ বছরের সাজা থেকে বাঁচতে ১২ বছর ধরে পালাতক ছিলেন রেজাউল করিম (৫০)। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না তার।
সোমবার পুলিশ তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠিয়েছে।
গত রোববার মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেপ্তার করে পুলিশ। রেজাউল করিম বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির আল আহসান।
জাকির আল আহসান বলেন, রেজাউলের বগুড়ায় ঢালাই কারখানা ছিল। এই ব্যবসার সুবাদে তিনি বগুড়ায় বিভিন্ন ব্যাংক থেকে কোটি টাকা ঋণ নেন। একপর্যায়ে তার ব্যবসার মন্দাভাব দেখা দিলে তিনি ২০১০ সালে বগুড়া থেকে পালিয়ে যান।
তিনি দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান। ৫ বছর পর মালয়েশিয়া থেকে আবার দেশে ফিরে আসেন। দেশে ফিরে বেশ কিছুদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় আত্মগোপন করে ছিলেন। সেখান থেকেই তাকে গেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১০টি মামলায় ১৮ বছরের সাজা হয়েছে।
Leave a Reply