
পিস্তল হাতে ফেসবুকে ছবি দেওয়া ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী ওরফে রাতুল (৩০)কে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সোমবার র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রোববার র্যাব-৫ এর অভিযানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়ার গ্রান্ড তোফা হল বিল্ডিং থেকে তাকে আটক করা হয়। রাতুলের তথ্যে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও গুলি।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকি পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ছিলেন এবং সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
র্যাব জানায়, রাতুলের বাড়ি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি গ্রামে। তিনি মো. মোস্তফা কামাল এর ছেলে। অস্ত্র হাতে রাতুলের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর একটিতে দেখা যায়, হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন রাতুল। গত বৃহস্পতিবার ছবিগুলো আলোচনায় আসে।
র্যাব জানায়, ‘গ্রেপ্তারকৃত রাতুল স্বীকার করেছেন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তিনি নিজের কাছে পিস্তল রাখতেন। তিনি পাবনায় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতেন। ফেসবুকে ছবি দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যাতে সবাই তার কাছে থাকা আগ্নেয়াস্ত্রের কথাটি জানে এবং তিনি নিজেকে বড় ধরনের সন্ত্রাসী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন।’
আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
Leave a Reply