বাংলাদেশি চিকিৎসকদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে রাশিয়া

ঢাকাঃ রুশ ফেডারেশনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশি চিকিৎসকদের ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে রাশিয়া। ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস রবিবার (৮ মে) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।

‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ উল্লেখ করে টুইটবার্তায় বলা হয়, রুশ ফেডারেশনের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশি ডাক্তারদের অনুশীলনের জন্য রাশিয়ায় ইন্টার্নশিপের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা গেছে, শিক্ষামূলক এ কার্যক্রমটির অর্থায়ন সম্পূর্ণরূপে রাশিয়ার পক্ষ থেকে করা হবে। এছাড়া চিকিৎসকদের ন্যূনতম খরচে বসবাসের সুবিধা, পাশাপাশি ভাষাগত সহায়তাও প্রদান করা হবে।

দূতাবাস জানিয়েছে, আগ্রহী চিকিৎসক ইন্টার্নশিপে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সঠিক কাগজপত্রসহ দূতাবাসের মেইলে rusembbd@gmail.ru যোগাযোগ করতে পারবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.