
ময়মনসিংহ: জেলার তারাকান্দায় মনোরঞ্জন সাংমাকে (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিমুল চাম্বু গং (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ঢাকুয়া পশ্চিমপাড়া গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি আবুল খায়ের জানান, সন্ধ্যায় মনোরঞ্জন নিজ ঘরের বারান্দায় বসেছিলেন। শিমুল একটি চাইনিজ কুড়াল দিয়ে মনোরঞ্জনের বুকে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা শিমুলকে মাতাল অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেন। লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
Leave a Reply