
বিচারপ্রার্থীরা যেন প্রকৃত বিচার পায় সেদিকে খেয়াল রাখতে বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এসময় তিনি আদালতের মামলা জট নিরসনে বিচারক ও আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন।
রবিবার রাজবাড়ী জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামানকে ক্রেস্ট ও মানপত্র উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়। আদালত চত্ত্বরে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘মানুষ বিপদে পড়ে আদালতে আসেন। একটি কেস যদি ২০ থেকে ৩০ বছর ধরে চলে, তাহলে মানুষের কেন আস্থা থাকবে। মানুষের আত্মবিশ্বাস থাকবে না। আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।’
রাজবাড়ীতে কালুখালী উপজেলার আদালত নেই জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া আইনজীবীদের সঙ্গে রাজবাড়ী আদালতের যে সমস্যা আছে তা সুরাহার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply