‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ‘চাঁদা না দেওয়ায়’ এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে পাহাড়তলী রেলওয়ে স্টেশন জামে মসজিদের কাছে তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তার মৃত্যু হয়।

নিহত মো. ফরিদ (৪৫) পাহাড়তলী রেলওয়ে কলোনিতে একটি মোটর ওয়ার্কশপ চালাতেন।

আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন ভোররাতে ফরিদের মৃত্যু হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরিফ হোসেন জানান।

তিনি বলেন, গাড়ি ওয়াশের জন্য রেলওয়ে কলোনিতে একটি স্থাপনা তৈরি করেছিলেন ফরিদ। স্থানীয় কিছু লোক তার কাছে চাঁদা দাবি করে। ফরিদ চাঁদা না দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়। সে জন্য শনিবার রাত সোয়া ১১টার দিকে ৮-১০ জন লোক গিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে। পরে হাসপাতালে তিনি মারা যান।

পুলিশ এ ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছে এবং বাকিদের শনাক্তে কাজ চলছে বলে জানান আরিফ। সূত্রঃ যুগান্তর

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.