স্ত্রীর ওপর অভিমানে কৃষকের আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়া ধান কাটা নিয়ে ঝগড়া হওয়ায় স্ত্রীর ওপর অভিমান করে নজরুল ইসলাম হাওলাদার (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

শনিবার (৭ মে) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের গোয়ালংক গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম হাওলাদার ওই গ্রামের মোজাম হাওলাদারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ওলিউল্লাহ হাওলাদার জানান, ঘূর্ণিঝড় অশনির আশঙ্কায় এলাকার সকলেই দ্রুত ধান কেটে বাড়ি তুলছিল। সকালে নিজেদের জমির ধান কাটা নিয়ে স্ত্রীর সঙ্গে নজরুল ইসলামের ঝগড়া হয়। এতে স্ত্রীর ওপর অভিমান করে ঘরের দরজা লাগিয়ে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নজরুল ইসলাম হাওলাদার।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ রাজ্জাক বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.