
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিজ ঘর থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে তারা।
আজ শনিবার উপজেলার মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা সিদ্দিকা (১৯) ওই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। তিনি জয়পুরহাট সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তার বড় ভাবি বকুল আক্তার জানান, শুক্রবার রাতে তারা বাড়িতে ছিলেন। আয়েশা নিজ ঘরে শুয়ে ছিলেন। অন্য ঘরে ছিলেন প্রতিবেশী দুই কিশোরী। আজ সকালে ঘুম থেকে উঠে ওই দুই কিশোরী তাদের রুমের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পায়। পরে তারা বিকল্প দরজা দিয়ে আয়েশার রুমে গিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তখন প্রতিবেশীরা এসে তার মরদহে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
জয়পুরহাট জেলার সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি, ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি প্রেমঘটিত হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্তের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।’ লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply