
আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার অজুহাতে ফের বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। কিন্তু ঈদের আগেই বাজার থেকে তেল একেবারে উধাও। কেন উধাও হলো- এ ব্যাপারে একাধিক সূত্র জানিয়েছে, তেলের দাম বাড়ানোর জন্যই একটি মহল ইচ্ছা অনুযায়ী তেল মজুদ করে। এতে তেলের সঙ্কট সৃষ্টি হয়।
তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে কিছু তেল উদ্ধার করে তা খোলা বাজারে ছেড়ে দেয়। কিন্তু তাতে সঙ্কট কাটেনি।
এ ব্যাপারে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান গোলাম রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে দাম যদি বৃদ্ধি পায় তাতে তেলের দাম বাড়তে পারে সত্য, কিন্তু বাজার থেকে তেল উধাও হবে কেন? এখানে কোনো মহলের কারসাজি থাকতে পারে। তবে সরকারের দৃষ্টি রাখা উচিত কোনোভাবেই যেন তেলের সঙ্কট তৈরি না করে দাম বাড়ায়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে তখন যেন দেশে তেলের দাম কমানো হয়, সেটাও সরকারকে লক্ষ রাখতে হবে।
Leave a Reply