জিয়া আ.লীগকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করেছিল: হানিফ

মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান ১৯৭৫ এর ঘাতকদের দোসর রাষ্ট্রক্ষমতায় আসার পরই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য চক্রান্ত করেছিল। আওয়ামী লীগের প্রায় তিন লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছিলেন। তখনই বহু আওয়ামী লীগের নেতাকর্মীকে গুম করা হয়েছিল। আওয়ামী লীগকে খণ্ড বিখণ্ড করা হয়েছিল।

শনিবার (৭ মে) গাজীপুরে শহিদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নগরীর হায়দরাবাদে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি মিথ্যা তথ্য দিয়ে আবেদন করে আমাদের এ দেশের এলিট ফোর্স র‌্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই মির্জা ফখরুলরা লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে র‌্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা করেছেন। আপনার নেতা তারেক রহমানের বিরুদ্ধে আমেরিকাসহ বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেটার জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। তারেক রহমান একজন দুর্নীতিবাজ ও সন্ত্রাসী বলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.