ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে হতাহত ৬৭৩১: জাতিসংঘ

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে ৬৭৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা মিশেল ব্যাচেলেট বলেছেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে ৬৭৩১ বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা রেকর্ড করেছে জাতিসংঘ। খবর আল জাজিরা।

মিশেল ব্যাচেলেট নিরাপত্তা পরিষদে বলেন, ‘এটা বলতে আমার কষ্ট হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে।’

তিনি আরও বলেন, সংঘাতে উভয় পক্ষই যুদ্ধবন্দীদের ওপর নির্যাতন চালাচ্ছে। বন্দীদের ওপর নির্যাতন, দুর্ব্যবহার এবং সংক্ষিপ্ত মৃত্যুদণ্ডের ভয়াবহ প্রমাণ সামনে আসছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.