
বিতর্কিত নানা কাজের জন্য বলিউড অভিনেত্রী পুনম পান্ডেকে নিয়ে সমালোচনা কম হয়নি। এবার সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আবার আলোচনায় এলেন তিনি।
সম্প্রতি দেওয়া ওই সাক্ষাৎকারে আগামী দিনের পথ চলার পরিকল্পনা তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু তথ্য জানান।
পুনম বলেন, ‘জন্মের পর থেকে আমায় নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। মেয়ে ছিলাম বলে কেউ কোলে পর্যন্ত নিতে চায়নি। এতে তো আমার কিছু করার নেই। ওদের ধারণা বা মতামত যাই হোক, আমায় তো বাঁচতে হবে?’
তিনি আরও বলেন, ‘আমি চাই মানুষ আমায় আমার কাজের মাধ্যমে আমাকে চিনুক। বিবাহ বিচ্ছেদের ঘটনায় আমি রীতিমতো ভেঙে পড়েছিলাম। কিন্তু আমি সত্যিই জানি না, আগামী দিনে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কী করব।’
Leave a Reply