আতশবাজির আগুনে ঝলসে গেল যুবকের হাত ও চোখ

পিরোজপুরের ইন্দুরকানীতে আতশবাজির আগুনে ঝলসে গেল ইদ্রীস হাওলাদার (২২) নামে এক যুবকের হাত ও চোখ। আজ সোমবার সন্ধ্যার পরে ইন্দুরকানী বাজারের এলজিইডি ব্রীজের কাছে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ঈদের আনন্দে চাঁদ রাত উপলক্ষ্যে সন্ধ্যার পরে ইদ্রীস নিজের বানানো আতশবাজি ফুটাতে গিয়ে অসাবধানতা বশত নিজের হাতেই বিস্ফোরিত হয়। তার হাত ও এক চোখ আতশবাজির আগুনে মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তিনি পেশায় গ্যারেজের ম্যাকানিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক বলেন, আতশবাজি ফুটানোর সময় ইদ্রীস হাওলাদার নামে এক যুবকের হাত ও একটি চোখ ঝলসে গেছে। তাকে উদ্ধার করে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আতশবজির ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.