এবারের ঈদ ভীষণ আনন্দের: ববি

তারকাদের ঈদ আনন্দে বরাবরই থাকে ভিন্ন মাত্রা, সেটা নানা কারণেই। করোনার কারণে গত দুবছর ঈদ আনন্দে ভাটা পড়ে সবার। ব্যতিক্রম ঘটেনি তারকাদের ক্ষেত্রেও। আগের দুটো ঈদই মা-বোনকে ছাড়া একাই কাটিয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তাই এবারের ঈদ তার কাছে ভীষণ আনন্দের। কারণ এই ঈদ একাকীত্ব ঘুচিয়েছে তার জীবনের। সম্প্রতি তার মা ও বোন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন। আর তাদের সঙ্গেই বিশেষ দিনে আনন্দে মেতেছেন এই নায়িকা।

ববির ভাষ্য, ‘বিগত কয়েক বছর মন খারাপের ঈদ উদযাপন করেছি। পরিবারের আপন লোকজন সবাই দেশের বাইরে ছিল। তার মধ্যে আবার করোনার প্রকোপ বেশি ছিল। তাই বাসাতেই নীরবে ঈদের দিনগুলো পার করেছি। কিন্তু এবার তেমনটি হচ্ছে না। সকাল থেকেই ভীষণ ব্যস্ত বাসার সবাইকে নিয়ে। নানারকম রান্না করছি। মা ও ছোট বোনের সঙ্গে অনেক আনন্দ করছি। বাসায় আত্মীয়-স্বজনরাও আসছে। ইচ্ছে আছে বাইরে যাওয়ার।’

তিনি আরও বলেন, ‘আমার হাতের চটপটি ও গরুর মাংস রান্না মা, বোন ও পরিবারের সবাই খুব পছন্দ করেন। তাই সকালেই সবার আগে তাদের পছন্দের খাবার রান্না করেছি।’

এবার ঈদে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় দেখা যাবে ববিকে। নাম ‘সুরভী’। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। ঈদের ষষ্ঠ দিন এটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। পাশাপাশি এসএটিভির একটি অনুষ্ঠানেও দেখা যাবে তাকে। এ ছাড়া ঈদে জিটিভিতে ববি অভিনীত ও প্রযোজিত সুপার হিট সিনেমা ‘বিজলী’ও উপভোগ করতে পারবেন দর্শকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.