তেঁতুলতলা মাঠে ঈদের জামাত, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

তেঁতুলতলা মাঠে ঈদের জামাত শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মুসল্লিরা। মাঠটি এলাকাবাসী সবসময় তাদের মতো করে ব্যবহার করার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর একটি স্থায়ী সমাধানেরও দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এলাকাবাসী নামাজ শেষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

রেজাউল নামে এক মুসল্লি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার দাদা, আমার বাবা এবং চাচারা এখানে ঈদের নামাজ আদায় করেছেন। প্রায় ৫০ বছর ধরে এখানে ঈদের জামাত হয়। এই মাঠটিতে এলাকাবাসীর সামাজিক কর্মকাণ্ড করে থাকে।’

তিনি বলেন, ‘হঠাৎ করে শুনলাম এখানে পুলিশ থানা করবে। বিষয়টি আমাদের কাছে ঠিল একটা অস্বাভাবিক খবর। যাইহোক অবশেষে প্রধানমন্ত্রী এখানে থানা না করার জন্য নির্দেশ দিয়েছেন। এতে আমরা খুশি। তবে মাঠটি যেন এলাকাবাসী সব সময় পায়, সেজন্য আমরা অনুরোধ করবো।’

মাঠটি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন সাংস্কৃতিক কর্মী সৈয়দা রত্না। তিনি এবং তার ছেলে ইসা আব্দুল্লাহ সাদেকিন গত ২৪ এপ্রিল পুলিশের হাতে আটক হন। তীব্র সমালোচনার মুখে ১২ ঘণ্টা আটকে থাকার পর তারা থানা থেকে মুক্তিপান।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠটি এলাকাবাসীর জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়ায় সৈয়দা রত্না ও তার ছেলে সবকিছু ‘ভুলে গেছেন’ বলে জানিয়েছেন তারা।

ঈদের নামাজ শেষে সৈয়দা রত্না’র ছেলে ইসা আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি খুবই খুশি, এখানে আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি। আমরা মাঠটি এই এলাকার মানুষের জন্যই চাই।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.