
প্রতি বছরই ঈদের ছুটিতে রাজধানীর বাসিন্দাদের মধ্যে বড় একটি অংশ গ্রামের বাড়ি যান। এছাড়া ছুটি কাটাতে যান অনেকে বিদেশে। অনেকেই আবার ঈদের ছুটিতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িসহ পর্যটন স্পটগুলোতে ভ্রমণ করেন।
গত দু’বছর করোনার প্রভাব থাকায় সাধারণ মানুষের ঈদযাত্রা ছিল না। তবে এবার করোনার প্রভাব কমে যাওয়ায় ঘরমুখো হয়েছেন বিপুল মানুষ।
এবারের ঈদের ছুটি আগে ভাগে শুরু হওয়ায় ২৮ এপ্রিল থেকেই রাজধানীর ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। রোজার শেষ দিনেও ঢাকা ছাড়ছেন অনেকেই।
যাত্রী পরিবহন নিয়ে তথ্য সংগ্রকারীরা অনুমান করছেন, এবারের ঈদে গড়ে প্রতিদিন প্রায় ৩০ লাখ লোক ঢাকা ছেড়ে গেছেন। সে হিসেবে চার দিনে এক কোটির বেশি মানুষ ঢাকা ছেড়েছেন।
৩০ লাখ যাত্রীর মধ্যে প্রতিদিন বাসে ৮ লাখ, ট্রেনে ১ লাখ, লঞ্চে দেড় লাখ, ব্যক্তিগত গাড়িতে চার লাখ ও বাইক রাইড করে চার লাখ লোক ঢাকা ছেড়েছেন।
বাকি ১৫ লাখ লোক ঝুঁকি নিয়ে কভার্ড ভ্যান, ট্রাক, পিকআপ, টেনের ছাদেসহ বিভিন্ন উপায়ে গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করেছেন।
এদিকে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ভেরিফাইয়েড ফেসবুক আইডিতে এক তথ্যে জানান, ঈদের ছুটির ২৯ ও ৩০ এপ্রিল দুদিনে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম ঢাকা থেকে বাইরে গেছে। আর গত ২৭, ২৮, ২৯ ও ৩০ এপ্রিল চার দিনে ঢাকা থেকে বাইরে গেছে ৩০ লাখ মোবাইল সিম। অর্থাৎ চারদিনে ঢাকার বাইরে গেছে ৭৩ লাখের বেশি সিম।
ঈদযাত্রা প্রসঙ্গে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, গণপরিহনের সক্ষমতা এবং ওভারলোডসহ সব মিলিয়ে এবার ঈদে ঢাকা ছেড়েছেন প্রায় ১ কোটি মানুষ। এছাড়া আজ শেষ রোজাতেও ঢাকা ছাড়বেন অনেকেই।
Leave a Reply