
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিহত হাদিসুর রহমানের পরিবারের জন্য ঈদের উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১ মে) দুপুরে সংরক্ষিত মহিলা আসনের (৩১৫) সংসদ সদস্য সুলতানা নাদিরা এ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার হাদিসুরের বাড়িতে পৌঁছে দেন।
এ সময় হাদিসুরের মা-বাবা, ভাই-বোনকে ঈদের পোশাকসহ আর্থিক সহায়তা দেওয়া হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজ রকেট হামলার শিকার হয়। এতে নিহত হন বাংলাদেশি নাবিক হাদিসুর রহমান।
Leave a Reply