ঈদ করতে গ্রামে যাওয়া গৃহবধূকে পিটিয়ে হত্যা

বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক দ্বন্দ্বে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাতে ঝিলকি বেগম (৪৫) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়।

গতকাল দুপুরে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোয়াডোহোরি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ঝিলকির স্বামী মোহন আকন্দ ও ছেলে মিলন আকন্দ ও দেবর মিজানুর আকন্দ। তাদের মধ্যে মিজানুরের অবস্থা আশঙ্কাজনক।

ঝিলকি ঢাকার একটি গার্মেন্ট কারখানায় কাজ করতেন। রোববার সকালেই তিনি ঈদের ছুটিতে ঢাকা থেকে বগুড়ায় যান।

স্থানীয়রা জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে মোহনের বড় ভাই বজলুর ও কামরুলের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে। এর মধ্যে স্থানীয় একটি মসজিদে তারাবির নামাজ পড়ানোর জন্য মোহনের পরিবার কিছু টাকা দেয়। বজরুল ও কামরুল সেই টাকা রোববার দুপুরে মোহনদের ফেরত দিতে আসেন এবং তাদের গ্রাম থেকে একঘরে করে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মারামারি বাঁধে। এ সময় বজলুর ও কামরুলদের লাঠির আঘাতে ঝিলকি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ধনুট থানার ওসি কৃপা সিন্দু বালা জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.