আলীকদমবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য নুরুল আলম

মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর উল্লেখ করে পার্বত্য জেলার বান্দরবানে আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি’র সদস্য মোঃ নুরুল আলম বলেন, ঈদুল ফিতরের উৎসব মুসলমান দের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুর ফিতরের আনন্দঘন মূহুর্ত।
দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি আরো বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আঘাত কাটিয়ে উঠার পর এবার হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে।তবুও আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজন’সহ সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবো। কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। সেই প্রত্যাশা করি সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.