
ঢাকাঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানিকগঞ্জ বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে বিদায় নিতে যাচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান। মহান আল্লাহর অশেষ রহমতে এবার অনেকটাই করোনাবিহীন এলো খুশির ঈদ।
তিনি আরও বলেন, মানুষের দুঃখ-কষ্ট ও বিপদ-আপদে পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা। মানুষের মধ্যে ইসলামের অহিংসা, ক্ষমা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা জাগরিত হলে সব মানবিক দুর্বিপাক, কষ্ট ও যাতনার অবসান হবে। সবার মধ্যে প্রকৃত ধর্ম ও মূল্যবোধ, প্রীতি, সহানুভূতি সংহত হোক। ঈদের আনন্দ কেবল একা ভোগের নয়, গরিব-দুঃখী মানুষকে তাতে শামিল করতে হয়। এটিও ইসলামের শিক্ষা।
মানিকগঞ্জের খেটে খাওয়া মানুষের নেতা নামে পরিচিত সুলতানুল আজম খান বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যাণকর।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি বিত্তবানদের গরিব, অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Leave a Reply