গ্রামের অলিগলি দিয়ে শিমুলিয়ায় পৌঁছাচ্ছে মানুষ

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজো যাত্রীচাপ রয়েছে। সকাল থেকে যাত্রীরা ঢাকা থেকে বাসে করে শিমুলিয়া ঘাটের উদ্দেশে রওনা হচ্ছে। তবে পথে মথ্যে বাসের যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ফেরিঘাটে যানবাহনের চাপ থাকলেও জট নেই। তবে মোটরসাইকেলের জন্য নির্ধারিত ১ নম্বর ঘাটে আজো শত শত মোটরসাইকেল পারাপারের জন্য অপেক্ষা করছে।

সরেজমিনে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চ ও সিবোট ঘাটে যাত্রীর প্রচুর চাপ। এসব যাত্রী ঢাকা থেকে বাসে করে শিমুলিয়ায় আসছে। তবে ঘাট থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দূরে পদ্মা সেতুর উত্তর থানার কাছে এসব যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। যাত্রীরা সেখানে থেকে পায়ে হেঁটে গ্রামের অলিগলির পথ দিয়ে চরম দুর্ভোর মাথায় নিয়ে ঘাটে এসে পৌঁছছে। এতে শিশু ও মহিলা যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। লঞ্চ ও ফেরিঘাটে যাত্রীর চাপ থাকলেও সেখানে শৃঙ্খল ব্যবস্থা থাকায় যাত্রীরা সাথে সাথে নৌযানে উঠতে পারছে। ১ নম্বর ফেরিঘাটে সহস্রাধিক মোটরসাইকেলকে ফেরির জন্য অপেক্ষা করছে। তবে ফেরি আসলেই সাথে সাথে এক একটি ফেরিতে ৪-৫ শ মোটরসাইকেল পার হচ্ছে। ঘাটে ফেরি জন্য কয়েক শ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে এসব ঘাটে মোটরসাইকেল না থাকায় খুব সহজে ফেরিতে ওঠানামা করতে পারছে যানবাহনগুলো।

বিাইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমেদ আলী জানিয়েছেন, গাড়ির চাপ থাকলেও জট নেই। মোটরসাইকেলের জন্য আলাদা একটি ঘাট করে দেওয়ায় গাড়িগুলো সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে পারাপারে তেমন কোনো অসুবিধা হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.