শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

ঈদের সিনেমাগুলো মুক্তির বাকি আর তিন দিন। এবার ঈদ উপলক্ষে চারটি ছবি মুক্তি পাচ্ছে। সিনেমাগুলো হলো- এসএ হক অলিকের ‘গলুই’, এম রাহিমের ‘শান’, শাহিন সুমনের ‘বিদ্রোহী’ জুয়েল ফারসীর ‘বড্ড ভালোবাসি’।

চারটি সিনেমা মুক্তি পেলেও স্বস্তি ছিল না সিনেমা পাড়ায়। সবার মধ্যে একটি ভাবনা কাজ করছে। চারটি সিনেমা মুক্তি পাবে কোথায়। সময়ের সাথে সাথে হল সংখ্যা কমে গেছে। এর মধ্যেই এ পর্যন্ত ১০০টি হলে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও ১০টি হল ‘বিদ্রোহী’ সিনেমা পেতে পারে বলে আশা প্রকাশ করেছে।

বিদ্রোহী সিনেমাটি ২০১৯ সালে শুটিং শেষ হলেও করোনার জন্য সিনেমাটি এত দিন মুক্তি পায় নি। তবে অনেকগুলো বন্ধ হল বিদ্রোহী ছবির মাধ্যমে আবার খুলছে।

জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ‘বিদ্রোহী’ সিনেমা উৎসর্গ করা হয়েছে। ছবিটিতে শাকিব খান,বুবলী ছাড়াও দেখা যাবে সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.