মসজিদে যাওয়ার পথে সিএনজি চাপায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে সিএনজির চাপায় যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রহমত উল্লাহ ভূ্ইঁয়া মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৯ টায় কালিকাপ্রসাদ এলাকার ভৈরব -কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে ।

নিহত মো. রহমত উল্লাহ উপজেলার কালিকাপ্রসাদ আদর্শপাড়ার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পবিত্র লাইলাতুল কদরের নামাজ মসজিদে আদায় করতে নিজ বাড়ি থেকে রওনা হন তিনি। কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকার ভৈরব -কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক পাড় হবার সময়ে হঠাৎ করে বেপরোয়া গতিতে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার চাপায় তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ যায়। বেপরোয়া সিএনজির চাপায় নিহত বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে সুরতাল রির্পোট তৈরি করে। এরপর শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে মরদেহ পাঠানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.