
রাজধানীর পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীসহ চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে ও শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দুইজন, বনানী ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে একজন ও কুড়িল বিশ্বরোডে প্রাইভেটকার ধাক্কায় একজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, বিধান বিশ্বাস (৪২), এনতারুজ্জামান (৪৩), মো. ফিরোজ আহমেদ আবির (২৮) এবং মো. রাশেদ (৩৫)।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
খিলগাঁও: খিলগাঁও থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. হাসান জানান, আমরা টহলরত অবস্থায় খিলগাঁও ফ্লাইওভারের উপরে ছিলাম। এসময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতদের ভোটার আইডি কার্ড দেখে তাদের নাম শনাক্ত করা হয়। তাদের মধ্যে একজন হলেন, বিধান বিশ্বাস। তার পিতার নাম শনী বিশ্বাস। গ্রামের বাড়ি খুলনা জেলার ফুলতলায়। এনতারুজ্জামান পিতার নাম আব্দুস সালাম। তিনি ভাটারায় থাকতেন।
ক্যান্টেনমেন্ট: রাজধানী ক্যান্টনমেন্ট থানাধীন বনানী ফ্লাইওভারের নিচে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে রেল ক্রসিংয়ে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় নিহত হন মো. ফিরোজ আহমেদ আবির। আবির মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রেনটি ধাক্কা দিলে সে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা রাত সাড়ে ১১ টায় মৃত ঘোষণা করেন। জানা গেছে, আবিরের বাবার নাম খাইরুল আহমেদ। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার মধ্য বালুবাড়ী এলাকায়। তিনি মিরপুর আরিফাবাদ এলাকায় থাকতেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুই ভাইয়ের মধ্যে আবির ছিল ছোট।
খিলক্ষেত: রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটের কারের ধাক্কায় মো. রাশেদ (৩৫) নামের এক বাসের হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রাামগঞ্জ থানা এলাকায়। তিনি পরিবার নিয়ে নারায়ণগঞ্জ এলাকায় থাকতেন।
Leave a Reply