মানুষের আয় বেড়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

করোনা

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, মানুষের আয় বেড়েছে, কর্মসংস্থান ও জীবনমান বেড়েছে। সর্বত্রই আধুনিকতার ছোঁয়া লাগছে। শহর থেকে গ্রাম সর্বত্রই অবকাঠামোগত উন্নয়ন সাধিত হচ্ছে। শহর এবং গ্রামের ব্যবধান কমে আসছে। বর্তমান সরকার কাঙ্ক্ষিত উন্নয়ন করে জনগণের পাশে রয়েছে।

সোমবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতা আক্তারুজ্জামান ও মিয়া মো. আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, পশ্চিম ফতেপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.