নাহিদকে কোপানো সেই রাব্বি পঞ্চগড়ে গ্রেফতার

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের সময় নাহিদ নামে এক কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ছুরি হাতে অংশ নেওয়া সেই রাব্বিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিজ্ঞাপন

রোববার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় থেকে তাকে গ্রেফতার পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘গরু জবাই করা একটি ছুরি দিয়ে রাব্বি নাহিদকে কোপাচ্ছিল- এমন ভিডিও এবং ছবি বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আমরা রাব্বিকে শনাক্ত করেছি। তাকে ধরতে বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়। অবশেষে আজ পঞ্চগড় থেকে রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.