
নিউমার্কেটের যে দুটি খাবারের দোকান থেকে রক্তক্ষয়ী সংঘাত গড়ায় সেই দুটি দোকান এখনই খুলতে পারছে না তাদের মালিকরা। এরইমধ্যে ঢাকার এই বিপনীবিতানের সব দোকানের দুয়ার খুললেও ‘ক্যাপিটাল ফাস্ট ফুড’ এবং ‘ওয়েলকাম ফাস্ট ফুড’ নামের দোকান দুটি তালাবদ্ধ।
গত সোমবার রাতে ওই দোকান দুটির কর্মীদের মধ্যে বসা নিয়ে ঝামেলা তৈরি হয়। পরে এক পক্ষ ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে ছাত্রলীগের কয়েক কর্মীকে ডেকে আনে। তারা গিয়ে মারধরের শিকার হওয়ার পর শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী কর্মচারীদের সংঘাত শুরু হয়।
সোমবার রাতের পর মঙ্গলবার দিনভর চলা সেই সংঘর্ষে অন্তত তিনশ চন আহত হওয়ার পাশাপাশি প্রাণ গেছে দুইজনের। পরের দিন বুধবার দিবাগত রাতে ব্যবসায়ী, মালিক সমিতি, ঢাকা কলেজের শিক্ষার্থীদের বৈঠকের পরে বৃহস্পতিবার নিউমার্কেট খুলে দেওয়া হয়।
শনিবার এই দুটি দোকানের পাশের ‘ফুড পার্ক’ নামের আরেকটি দোকানের কর্মচারী বিপুল হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘ঝামেলার পর এই দুই দোকান আর খোলে নাই। মালিকপক্ষকেও আসতে দেখি নাই।’
প্যানজী জুস কর্নারের ম্যানেজার আরিফ বলেন, ‘অন্যান্যরা সবাই দোকান খুললেও তারা এখনো খোলে নাই। দুই দোকানই বন্ধ আছে।’
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘দোকান দুটির মালিক মকবুল হোসেনের নামে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া অব্দি দোকান দুটো বন্ধ থাকবে।’
Leave a Reply