মোবাইল সারতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

ধর্ষণ

ঢাকার আশুলিয়ায় মোবাইল সারতে যাওয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আল মামুন শরীয়তপুরের জাজিরা থানাধীন চেরাগ আলী বেপারীপাড়া এলাকার খবির হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। আরেকজন মোহাম্মদ অলি মোল্লা মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন জিয়ানপুর এলাকার শামসুল আলমের ছেলে। তিনি আশুলিয়ার শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামুনের দোকানে মোবাইল মেরামত করতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় ওই গৃহবধূর। এরপর থেকেই মামুন বিভিন্নভাবে তাকে বিরক্ত করতে থাকেন। একপর্যায়ে মোবাইল ঠিক করার কথা বলে বৃহস্পতিবার দুপুরে মামুন ওই গৃহবধূকে শিমুলতলায় অলির ভাড়া বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। অলি এতে সহযোগিতা করেন। পরে ওই দিন সন্ধ্যায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন গৃহবধূ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.