মনে হয়েছে আমিই শচিন, আমিই অমিতাভ: বরিস জনসন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে পাওয়া রাজকীয় অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দুই দিনের ভারত সফরে যাওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী শুক্রবার এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘খাস দোস্ত’ আখ্যায়িত করে বরিস জনসন বলেন, ‘রাজকীয় অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পৌঁছানোর পর চারদিকে বড় বড় ছবি দেখে মনে হলো আমিই শচিন টেন্ডুলকার, আমিই অমিতাভ বচ্চন।’

ভারত সফরের প্রথম দিন বৃহস্পতিবার গুজরাটে কাটান বরিস জনসন। তার যাওয়া-আসার পথে বড় বড় বিলবোর্ড লাগানো হয়, মোড়ে মোড়ে মঞ্চ করে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী গুজরাটি নৃত্য।

শুক্রবার যুক্তরাজ্য ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা, কূটনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত এই আলোচনার লক্ষ্য ছিল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা আরও জোরালো করা।

বরিস জনসন বলেন, ‘তারা (গুজরাটের মানুষ) আমাদের দুর্দান্তভাবে স্বাগত জানিয়েছে। এটা একেবারে অসাধারণ ছিল। এমন আনন্দের অভ্যর্থনা আমি আগে দেখিনি।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীর আর কোথাও আমি এরকম অভ্যর্থনা পাইনি। প্রথমবারের মতো আপনার (প্রধানমন্ত্রী মোদির) নিজের রাজ্য দেখতে পাওয়া অসাধারণ ছিল।’

শুক্রবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজঘাট পরিদর্শন করেন এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। সূত্র: এনডিটিভি

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.