‘বিএনপির আমলে প্রতিদিনই নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র ছিল’

বিএনপির আমলে প্রতিদিনই নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সরকার ব্যবস্থা নেওয়ায় পারমান্যান্ট রণক্ষেত্র হয়নি। এই সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নিচ্ছে।

আজ বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রান্তিক কৃষক ও কিষানিদের মাঝে কৃষি উপকরণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে নিউ মার্কেট এলাকা ছিল প্রতিদিনই রণক্ষেত্র ভুলে গেছেন ফখরুল সাহেব। আপনি শিক্ষক ছিলেন। আপনার প্রিয় কলেজ। কী অবস্থায় ছিল ঢাকা কলেজের আশপাশে, ভুলে গেছেন। সরকার ব্যবস্থা নিয়েছে, পারমান্যান্ট রণক্ষেত্র হয়নি।

কাদের বলেন, শেখ হাসিনার সঙ্গে কোনো রাজনৈতিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করলে ৯০ ভাগ ভোট পাবেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা লন্ডনে বাসে চড়ে চলাফেরা করেন। তার সেখানে গাড়ি নেই, বাড়ি নেই। বঙ্গবন্ধুর সততা থেকে শেখ হাসিনা, শেখ রেহানা শিক্ষা নিয়েছেন। তাদের সন্তানদের মধ্যেও ক্ষমতার দাম্ভিকতা নেই।

তিনি বলেন, যারা গণতন্ত্র নিয়ে কথা বলেন, তাদের আমলে গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। ভোটে জেতার জন্য সোয়া কোটি ভুয়া ভোটার তৈরি করেছিলেন, আজিজ মার্কা নির্বাচন।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সুনাম ক্ষুণ্ণের জন্য আজকে বিএনপি ও তার দোসররা উঠে পড়ে লেগেছে। সুনাম ক্ষুণ্ণ করার জন্য আজকে অপপ্রচার সারা দেশে সামাজিক মাধ্যমে ভেসে উঠেছে। বঙ্গবন্ধুর পরিবারের কেউ ব্যবসা করে না, তারা চাকরি করে জীবনযাপন করে।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.