কু‌ড়িগ্রামে লরিচাপায় প্রাণ গেলো তরুণীর

কু‌ড়িগ্রামে লরির চাপায় আশরাফুন নাহার মিম (১৮) নামে তরুণী নিহত হয়েছেন। এতে আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। র‌বিবার (১০ এ‌প্রিল) দুপু‌রে শহরের কেন্দ্রীয় বাস টা‌র্মিনা‌লের প‌শ্চি‌মে আঞ্চ‌লিক হাঁস প্রজনন খামা‌রের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে।

মিম কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলার থানাহাট ইউ‌নিয়‌নের সবুজ পাড়া গ্রা‌মের আ‌মিনুল ইসলা‌মের মেয়ে। পরিবারের সঙ্গে জেলা শহ‌রের হা‌টির পা‌ড়ে ভাড়া বাসায় থাক‌তেন তিনি।

জানা গেছে, মিম একজন কণ্ঠশিল্পী। তার স্বামী ফুয়াদ হাসা‌নের প্রতিষ্ঠান ‌‘আনন্দ মিউ‌জি‌ক’ নামক ইউটিউব চ্যানেলে নিয়‌মিত গান কর‌তেন বলে জানা গেছে। আহত মোটরসাই‌কেল চালক বিপুল শহ‌রের হা‌টিরপাড় এলাকার নুর ইসলা‌মের ছে‌লে। তিনি গিটার বাদক। মিমসহ তারা ‌বি‌ভিন্ন অনুষ্ঠা‌নে একস‌ঙ্গে কাজ কর‌তেন।

পু‌লিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপু‌রে কু‌ড়িগ্রাম শহর থে‌কে মোটরসাইকেলে রংপুরের দি‌কে যাচ্ছিলেন বিপুল ও মিম। আঞ্চ‌লিক হাঁস প্রজনন খামা‌রের সাম‌নে তাদের মোটসাই‌কে‌লে ধাক্কা দেয় একটি লরি। এ সময় ছিট‌কে প‌ড়ে ল‌রির নিচে পড়ে মিমের মাথা থেত‌লে যায়। এতে ঘটনাস্থ‌লেই তিনি মারা যান। গুরুতর আহত হন বিপুল। স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লের জরুরি বিভা‌গে নেয়। প‌রে উন্নত চি‌কিৎসার জন্য তা‌কে রংপুর মে‌ডি‌ক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খান মো. শাহ‌রিয়ার জানান, ঘাতক ল‌রি‌টি থানায় নেওয়া হ‌য়ে‌ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.