মারুফার পড়াশোনার দায়িত্ব নিলেন ডিসি

মেডিক্যালে ভর্তির সুযোগ পাওয়া সাতক্ষীরার তালা সদরের জেয়ালানলতা গ্রামের সেই মারুফা খাতুনের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির। রবিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১টার দিকে মারুফাকে শুভেচ্ছা উপহার দেওয়ার সময় একথা জানান তিনি।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শুভেচ্ছা উপহার দেওয়ার সময় জেলা প্রশাসক বলেন, ‘গরিব পরিবারের মেধাবী মেয়ে মারুফা খাতুন। মৎস্যজীবী বাবার কষ্টের উপার্জিত টাকায় লেখাপড়া চালিয়ে মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি মারুফার মেডিক্যালে কলেজে ভর্তি থেকে শুরু করে লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।’

তিনি বলেন, ‘মেডিক্যাল পড়ার সময়ে লেখাপড়ার যত খরচ তার পুরোটাই রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হবে। জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন। মারুফার মেডিক্যাল পড়া শেষ হওয়া পর্যন্ত যখন যিনি সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনিই এই খরচ ব্যয় করবেন।’

শুভেচ্ছা উপহার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন– মারুফার বাবা আজিত বিশ্বাস, মা তাসলিমা বেগম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

উল্লেখ্য, মারুফা এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে সাতক্ষীরা মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু দারিদ্র্যের কারণে তার ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। তালার জেয়ালা-নলতা গ্রামের মৎস্যজীবী বাবা আজিত বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমের তিন সন্তানের মধ্যে মারুফা বড়। তিনি তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.