যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোটে বাংলাদেশকে সংযুক্তির প্রস্তাবে উদ্বেগ

মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা জোট ‘আইপিএস’-এ বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বাম ঘরানার রাজনীতিকরা। তারা মনে করেন, এশিয়ার এ অঞ্চলে মার্কিনিদের কথিত এসব নিরাপত্তা জোট বাংলাদেশের জাতীয়  নিরাপত্তাকে বরং আরও গুরুতর ঝুঁকির মধ্যে ফেলে দেবে।

শুক্রবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে বিভিন্ন বামদলের নেতারা এ মনোভাব প্রকাশ করেন।

বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, মার্কিন স্বার্থে ভূরাজনৈতিক সামরিক কোন জোটে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য বিপজ্জনক। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঋণ নিয়ে অস্ত্র কেনার প্রস্তাব গ্রহণ না করে দেশের কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো ও মনোযোগ দেওয়ার দাবি জানান তিনি।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এটা কারও অজানা নয় যে,  এই অঞ্চলে মার্কিনিদের চীন বিরোধী রণনীতির অংশ হিসাবে আইপিএস ও কোয়াড এর মতো জোটে বাংলাদেশকে যুক্ত করার বহুমুখী তৎপরতা চলছে। বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্বের জন্য বাংলাদেশকে আজ সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তিসমূহের সহযোগীতে পরিণত করার প্রচেষ্টা চলছে।’

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন হয় এমন কোন রণনৈতিক জোটে বাংলাদেশের যুক্ত হবার কোন অবকাশ নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.