
বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের অধিকার কেড়ে নেয়। গণমাধ্যমের ওপর আক্রমণ করে। সুতরাং এই দানব সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করতে হবে।
বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা বলে আসছেন- বিএনপি নাকি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। কিন্তু আমরা বলব বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা গিয়ে ধরনা দিচ্ছেন। তিনি দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিকে নির্বাচনে আনার জন্য বলেছেন। অথচ আওয়ামী লীগ সবসময় বলে বিএনপি নাকি বিদেশিদের কাছে ধরনা দেয়। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রকাশ্যে বলেছেন- দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপিকে নির্বাচনে আনতে হবে। এতেই প্রমাণিত হয় বিএনপি নয় আওয়ামী লীগই বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, আমরা একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিলাম একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার জন্য। কিন্তু আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের অধিকার হরণ করে। গণমাধ্যমের ওপর আক্রমণ করে। এরা সবসময় ঢোল পেটায় যে দেশে অনেক উন্নয়ন হচ্ছে। অথচ দেশের মানুষ না খেয়ে মরছে। ৬০% মানুষ দরিদ্র হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অবনতি হয়েছে। সড়কের নিরাপত্তা নেই। সেতুমন্ত্রী ব্যর্থ হয়েছেন।
জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের প্রতি গভীর শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আজকে দেশের সংকট উত্তরণে সমস্ত রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। সেইসাথে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে মিথ্যা মামলা প্রত্যাহার করে নির্বাচন দিতে হবে। খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তার জন্য দোয়া করবেন। আমাদের লক্ষ্য ভয়াবহ দানব সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা।
Leave a Reply