
ময়মনসিংহের নান্দাইল-কেন্দুয়া আঞ্চলিক সড়কের ফুলবাড়িয়া এলাকায় সড়ক ঘেঁষে ভেকু দিয়ে মাটি কেটে বিশাল আকারের পুকুর তৈরি করছেন এক ব্যক্তি। ১৫ দিন ধরে এই মাটি মিনি ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে ইটভাটায়।
স্থানীয় সূত্র জানায়, নান্দাইল চৌরাস্থা থেকে একটি আঞ্চলিক সড়ক গেছে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী রায়ের বাজার হয়ে কেন্দুয়া উপজেলায়। ওই সড়কের মাঝামাঝি স্থান নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকার কোহিনুর মিয়া নামের এক ব্যক্তি ১৫ দিন ধরে সড়কের পাশের জমি কেটে মাটি পাঠাচ্ছেন ইটভাটায়।
কোহিনুর জানান, আড়াই হাজার টাকা হাজারে মাটি বিক্রি করছেন ‘ভাগিনার খোলায়’। চারটি মিনি ট্রাক মিলে এক হাজার মাটি হয়। জমিটাতে তেমন ফসল না হওয়ায় তিনি পুকুর খনন করছেন। তিনি দাবি করেন, সড়কের সাথে তিন ফুট জায়গা রেখেই খনন করা হচ্ছে। এতে সড়কের কোনো ক্ষতি হবে না।
চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভুইয়া বলেন, ‘এটা খুবই অন্যায় করছে। ঘটনাটি সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ‘
Leave a Reply