তথাকথিত উন্নয়নের মডেলে দেশ দেউলিয়া হয়ে পড়েছে: রিজভী

শ্রীলঙ্কার অর্থনৈতিক দৈন্য দশার দিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী বলেছেন, পৃথিবীর যেসব দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘তথাকথিত’ উন্নয়নের মডেল গ্রহণ করেছিল, সেসব দেশে এখন লালবাতি জ্বলছে। দেউলিয়া হয়ে পড়েছে। আজ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় শেরপুর ও রাজশাহীতে কৃষক ‘আত্মহত্যার’ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে কৃষক দলের দুই দিনের কর্মসূচির কথাও জানান।

আগামী ৬ এপ্রিল ঢাকায় প্রতিবাদ সমাবেশ এবং ৭ এপ্রিল দেশব্যাপী জেলা, মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করবে কৃষক দল।
রিজভী বলেন, দেশে উন্নয়নের নামে লুটপাট হচ্ছে। এ উন্নয়নের মডেলে অনেক দেশে লুটপাট হয়েছে। ‘তথাকথিত’ ওই উন্নয়নে সেসব দেশ এখন দেউলিয়া হয়ে পড়েছে। সেসব দেশে এখন বিদ্যুৎ নেই, কাগজের জন্য পরীক্ষা নিতে পারছে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো, পাঁচ শ টাকা কেজিতেও চাল মিলছে না। ওইসব রাষ্ট্রপ্রধানরা জনরোষ থেকে রেহাই পাচ্ছে না। এই বিষম চিত্র বাংলাদেশেও বিরাজমান।

দেশে ‘সরব’ দুর্ভিক্ষ চলছে দাবি করে তিনি বলেন, ভয়ঙ্কর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে। দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ টিসিবির গাড়ির পেছনে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.