
চট্টগ্রামে বাসের চাপায় আদিব মাহমুদ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে নগরের বাকলিয়া থানার নতুন সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আদিব মাহমুদ চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার মৃত সায়েম মুহাম্মদের ছেলে। সে নগরের হালিশহর থানার বড়পুল মইন্যাপাড়া এলাকায় পরিবারের সাথে থাকতো।
আদিবের চাচা শাহজালাল বলেন, ‘সকালে গ্রামের বাড়ি চন্দনাইশ থেকে এসে নতুন ব্রিজ এলাকায় নেমে যাই। সেখান থেকে হালিশহর বড়পোল এলাকার বাসায় যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা ভাড়া করছিলাম। এ সময় একটি মিনিবাস পেছন থেকে এসে আমাদের ধাক্কা দেয়। এতে আদিব গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
তিনি জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে আদিব বড়। গত সাত মাস আগে তার বাবা সায়েম মুহাম্মদ মারা গেছেন।
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক চালক বাস নিয়ে পালিয়ে গেছে। বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটকের চেষ্টা করছি।
Leave a Reply