পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে অপু দেওয়ান (১৪) নামে এক কারখানা শ্রমিককে পায়ু পথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সহকর্মী রাজুকে আটক করেছে পুলিশ। শনিবার (২ এপ্রিল) ভোরে শ্রীপুরের মাধখলা আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত অপু মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার পূর্ব শিয়ানদি গ্রামের পলাশ দেওয়ানের ছেলে। সে পৌরসভার মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে মাধখলা এলাকার ওই কারখানায় চাকরি করতো।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোরে অপুর শরীরে লাগা ডাস্ট (ময়লা) পরিষ্কার করার সময় ‘অসাবধানতাবশত’ পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় অভিযুক্ত রাজু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতের লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনও অভিযোগ দেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.