সীমান্ত পার হয়ে ঘুরতে ঘুরতে লক্ষ্মীপুরে ভারতীয় নাগরিক

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে রাজেশ (৫৪) নামে এক ভারতীয় নাগরিককে আটকের পর জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রায়পুর বামনী এলাকা থেকে ভারতীয় নাগরিক রাজেশকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভারতীয় ওই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। পরে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে রায়পুর বামনী এলাকা থেকে রাজেশকে আটকের পর থানা হেফাজতে নিয়ে আসা হয়। আটক রাজেশ হিন্দি ভাষায় কথা বলতেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, রায়পুর উপজেলার সাগরদি গ্রামের একটি চা দোকানের সামনে ২৯ মার্চ মধ্যরাতে রাজেশ ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তার পরিচয় জানতে চান তারা। কিন্তু রাজেশ বাংলা ভাষা না বুঝে হিন্দিতে কথা বলেন। পরে স্থানীয়রা রায়পুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাজেশকে আটক করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, রাজেশকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চার-পাঁচ দিন আগে যশোর সীমান্ত পার হয়ে তিনি বাংলাদেশে আসেন বলে জানান। ঘুরতে ঘুরতে তিনি রায়পুরে চলে আসেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.