
সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বাড়ির পাশের ডোবায় পড়ে মুত্যু হয় তাদের। এই তিন শিশুর বাড়ি উপজেলার করিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চান্দপুর গ্রামে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
করিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য দ্বিলীপ রঞ্জন বর্মণ জনান, দুপুরের দিকে খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবায় পাড়ে নিখোঁজ হয় চান্দপুর গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৫), দিপু দাসের ছেলে রক্তিম দাস (৬) ও দীপক দাসের মেয়ে বৃন্দা (৭) দাস নামে তিন শিশু। পরে গ্রামবাসী অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৪টার দিকে ডোবা থেকে এই তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
দিরাই থানার ওসি মো. সাইফুল আলম সমকালকে বলেন, তিন শিশু পানিতে ডুবে মারা যাওয়ার কথা শুনে ঘটনাস্থলে এসেছি। পরে বিস্তারিত জানাতে পারবো।
Leave a Reply