
রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আরফান উল্লাহ দামাল। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার রিফাত রহমান শামীম এ তথ্য জানিয়েছেন।
তার কাছ থেকে একটি রিভলবার পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, টিপু হত্যার পরিকল্পনার সময় দামাল সেখানে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা এখন অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখাচ্ছি। টিপু হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা জানার চেষ্টা করা হবে।
২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুর এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে জাহিদুল ইসলাম টিপুকে (৫৪) হত্যা করা হয়। এ সময় পুরান ঢাকার একটি কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতিও (২৪) গুলিতে নিহত হন। ব্যক্তিগত মাইক্রোবাসে বাসার দিকে যাচ্ছিলেন টিপু। খিলগাঁও রেলক্রসিংয়ের আগের সিগন্যালে আটকে ছিল তার গাড়ি। তখন মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত এক ব্যক্তি তাকে লক্ষ্য করে অনবরত গুলি চালায়। এতে তিনি ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় পাশের রিকশায় থাকা সামিয়া আফরিন প্রীতি গুলিবিদ্ধ হন।
এ হত্যাকাণ্ডের ঘটনাটির তদন্তে নামে পুলিশ। সোর্স ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে শাহজাহানপুরে জোড়া খুনে জড়িত ওই শুটারকে শনাক্ত করা হয়। এর পরই তাকে দ্রুত গ্রেপ্তার করতে একাধিক টিম মাঠে নামে। চাঞ্চল্যকর হত্যার পরিকল্পনা থেকে শুরু করে মাঠে বাস্তবায়ন পর্যন্ত যারা যে প্রক্রিয়ায় ছিল তাদের নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পেয়েছেন গোয়েন্দারা।
পরবর্তীতে হত্যায় মূল শুটারকে বগুড়া থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের ভাষ্য, রাজধানী গোড়ানের বাসিন্দা মাসুম মোহাম্মদ আকাশকে ভাড়াটে হিসেবে ব্যবহার করা হয়েছে। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপুকে হত্যার কথা স্বীকার করেছে মাসুম।
Leave a Reply