
ডারবান টেস্টের দ্বিতীয় দিনের সকালটা পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ। দিনের শুরুতেই জোড়া শিকারে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেন পেসার খালেদ আহমেদ।
ইনিংসের ৮৩তম ওভারের দ্বিতীয় বলে কাইল ভেরেইনেকে (২৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ব্যক্তিগত ২৭ রানে অপরাজিত থেকে টেম্বা বাভুমাকে নিয়ে দিন শুরু করেছিলেন প্রোটিয়া উইকেটরক্ষক।
পরের বলে উইয়ান মুলদারকে ডাক উপহার দেন খালেদ। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা আর পারেননি। এরপর উইকেটে গেঁড়ে বসা বাভুমাকে সরাসরি বোল্ড করে সেঞ্চুরি বঞ্চিত করেন মেহেদি হাসান মিরাজ। প্রোটিয়া ব্যাটারের ১৯০ বলে ৯৩ রানের ইনিংসটি সাজানো ছিল ১২ চারে। ৫৩ রানে দিন শুরু করেছিলেন বাভুমা।
ইনিংসে ৯৭তম ওভারের শেষ বলে দলীয় ২৯৮ রানে সাজঘরে ফেরেন তিনি। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই পরের ওভারের প্রথম বলে কেশব মহারাজকে (১৯) বোল্ড করে নিজের দ্বিতীয় শিকার বানান এবাদত হোসেন।
দ্বিতীয় সেশনে লিজার্ড উইলিয়ামকে (১২) চতুর্থ শিকার বানান খালেদ। তবে শেষ উইকেটে সফরকারীদের ভুগিয়েছেন সিমন হারমার ও ডুয়ান্নে ওলিভিয়ের। দুজনে গড়েন ৩৫ রানের জুটি। ওলিভিয়েরকে (১২) এলবিডব্লিউ করে নিজের তৃতীয় শিকার হিসেবে ফেরান মিরাজ। প্রোটিয়াদের প্রথম ইনিংস থামে ৩৬৭ রানে।
২৯৮ রানে ৮ উইকেট হারিয়ে বসেছিল দ. আফ্রিকা। সেখান থেকে দলকে বড় স্কোর এনে দেন হারমার। শেষদিকে ৭৩ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলার পথে ৪ চার ও ১টি ছয় হাঁকান তিনি।
আগেরদিনই জমজমাট লড়াইয়ের ইঙ্গিত দিয়ে রেখেছিল বাংলাদেশ। আলোকস্বল্পতার কারণে ৪ উইকেটে ২৩৩ রানে দিন পার করেছিল দ. আফ্রিকা। টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, প্রোটিয়াদের ৩২০ রানে আটকে রাখা সম্ভব। অবশ্য তারচেয়ে ৪৭ রান বেশি করেছে স্বাগতিকেরা।
বাংলাদেশের হয়ে ২৫ ওভারে ৯২ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন খালেদ। যা তার ক্যারিয়ার সেরাও। এর আগে দুই টেস্ট খেলে মাত্র এক উইকেট ছিল তার ঝুড়িতে।
Leave a Reply