হিজাব বিতর্কে মুখ খুললেন মিসওয়ার্ল্ড হারনাজ

অবশেষে হিজাব বিতর্কে নিজের মত প্রকাশ করলেন ভারতের মিসওয়ার্ল্ড হারনাজ সান্ধু। ভারতের এ বিশ্বসুন্দরী বলেন, যেসব নারী হিজাব পরেন তাদের বাধা দেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, কেউ যদি হিজাব পরতে চায়, তাহলে সেটা তার ইচ্ছে। কোনও নারীকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে তার উচিত এগিয়ে এসে প্রতিবাদ করা। আমরা নানা ধর্মের নারীরা আছি, সবার উচিত একে-অপরকে সম্মান জানানো।

এক সাংবাদিক সম্মলনে হারনাজকে প্রশ্ন করা হয় হিজাব নিয়ে। প্রথমেই সুন্দরী জানিয়ে দেন তিনি রাজনৈতিক কোনও ইস্যু নিয়ে মন্তব্য করতে চান না। তারপরও তাকে হিজাব নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন, দেখুন সবসময় আমাদের এখানে মেয়েদেরকেই নিশানা করা হয়। এই যেমন এখন আমাকে নিশানা বানানো হচ্ছে। আপনারা মেয়েদের নিজেদের মতো করে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওদের ডানা কাটার চেষ্টা করবেন না। দরকারে নিজেদের ডানা কাটুন। মেয়েদের নিজেদের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার আছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, কর্ণাটক আদলতের রায়ে বলা ‘ধর্ম চর্চায় হিজাব অপরিহার্য নয়’ নিয়ে হইচই হয়। সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার নিষেধাজ্ঞা নিয়েও সরব হয় একটা বড় অংশ। এমনকী, নোবেল জয়ী মালালা ইউসুফজাই এক টুইট বার্তায় লিখেছেন, ‘হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ।’ সঙ্গে ভারতীয় নেতাদেরও অনুরোধ জানিয়েছিলেন তাঁরা যেন এভাবে মুসলিম মহিলাদের কোনঠাসা করার চেষ্টা না করেন।

উল্লেখ্য, ২০২১ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেন হারনাজ সান্ধু। দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পান কোনও ভারতীয়। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.