পাখি শিকারে গিয়ে মাটিচাপায় তিন শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা ইউনিয়নে মাটিচাপা পড়ে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে ভাটেরার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ৩ শিশুর মধ্যে ভাটেরার পশ্চিম ইসলামনগরের তছিবুর রহমানের ছেলে সুমন মিয়া (১৫), আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১৪) ও আব্দুল করিমের ছেলে আব্দুল কবির (৯)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, শিশুরা ওই টিলায় পাখির বাচ্চা ধরতে যায়।

এ সময় মাটি ধসে চাপা পড়ে তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.