ইউক্রেনের হাসপাতালে হামলা দৈনিক বাড়ছে: ডাব্লিউএইচও

ইউক্রেন

ইউক্রেনের হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকদের ওপর অন্তত ৭০টির বেশি আলাদা হামলার ঘটনা ঘটেছে। দৈনিক এই হামলার ঘটনা বাড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

ডাব্লিউএইচও বলছে, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে হামলার টার্গেট করা এখনকার যুদ্ধের কৌশল এবং কৌশলের অংশ হয়ে উঠেছে।

গত ৮ মার্চ খারকিভের দক্ষিণে ইজিয়ামে নতুনভাবে সংস্কার করা কেন্দ্রীয় হাসপাতালে হামলায় হতাহতের ঘটনা ঘটেছিল।

ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, ওই হাসপাতালে রাশিয়া গোলা বর্ষণ করেছে। শহরের ডেপুটি মেয়র ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেখিয়েছেন, রুশ হামলার ক্ষয়ক্ষতি। গত বছর নির্মাণ করা অভ্যর্থনা জানানোর নতুন ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

সেই ঘটনার ভিডিও যাচাই করে দেখেছে বিবিসি। যদিও ইউক্রেনের কোনো ঘটনার সত্যতা যাচাই করা বর্তমান প্রেক্ষাপটে বেশ কঠিন। সূত্র: বিবিসি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.