পর্নোগ্রাফি মামলায় চিকিৎসক গ্রেপ্তার

ধর্ষণ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে অর্ণব পাল নামে এক ইন্টার্ন চিকিৎসককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার রাত ১২টার দিকে হাসপাতালে জরুরি বিভাগ থেকে ঢাকার খিলক্ষেত থানা পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যান।

জানা যায়, গ্রেপ্তারকৃত অর্ণব ছাত্রলীগ চমেক শাখার রাজনীতির সঙ্গে আগে সক্রিয় থাকলেও গত তিন বছর ধরে নিস্ক্রিয় রয়েছেন। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণের মনোহরপুর দুধবাজার এলাকার শ্রীরূপ পালের ছেলে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, চট্টগ্রামের পার্শ্ববর্তী ফেনী জেলার বাসিন্দা একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অর্ণবের। ইতোমধ্যে এ সম্পর্ক ভেঙে যায়। ওই ছাত্রী পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গত গত মাসে ঢাকার খিলক্ষেত থানায় মামলা করেন।

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, অর্ণব পাল নামের ওই ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্ট ছিল। শুক্রবার রাতে হাসপাতালে অভিযান চালিয়ে তাকে খিলক্ষেত থানা পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা তাদের সহযোগিতা করেছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.